প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৬:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৪, ১:০৪ অপরাহ্ণ
রাজারহাটে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল
রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলা পরিষদ নির্বাচনে অনলাইনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪জন সহ মোট ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। দীর্ঘদিন ধরে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে দোয়া প্রার্থীর পোষ্টার,ব্যানার দিয়ে প্রচার-প্রচারনা করে আসলেও জামায়াতে ইসলামির কোন নেতা-সমর্থক মনোনয়নপত্র দাখিল করেননি। বিএনপি থেকেও প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেননি কেউ। রাজারহাট উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে মনোনয়ন পত্র দাখিলের পূর্ব নির্ধারিত সময়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুনুর মোহাম্মদ আক্তারুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী অবসরপ্রাপ্ত জেলা রেজিষ্টার আবু-তালেব সরকার এবং এটিএম ফিরোজ মন্ডল মনোনয়ন জমা দিয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আশিকুর মন্ডল সাবু,উপজেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব ওয়াহেদ আলী সরকার, চাকিরপশা ইউনিয়ন যুবলীগের সভাপতি অজয় কুমার সরকার এবং নাজমুল হুদা নাজু মনোনয়ন দাখিল করেছেন। এছাড়াও নারী ভাইস চেয়ারম্যান পদে সাবেক নারী ভাইস চেয়ারম্যান কোরাইশি লায়লা ফেরদৌসি,স্বতন্ত্র প্রার্থী রতনা বেগম,ফারজানা আক্তার এবং মাধবি রানী মনোনয়নপত্র দাখিল করেছেন। রাজারহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা সুপ্ত করিম ৩পদে ১২জন প্রার্থীর মনোনয়ন দাখিলের তথ্য নিশ্চিত করে বলেন,২৩ এপ্রিল বাছাই-যাছাই, ২৪ থেকে ২৬ এপ্রিল আপীল, আপীল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল, ৩০ এপ্রিল প্রত্যাহার এবং ২মে প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারিত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved