আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ ১২ মামলার চিহ্নিত আসামী রাজু পালোয়ানকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার রাজু পালোয়ান উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির মোস্তাকিন পালোয়ানের ছেলে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মেহেদী হাসান জানান, রবিবার রাতে সান্তাহার পৌর শহরের মালগুদামের সামনে রাস্তার উপর এক ব্যক্তি অবৈধ
দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযান শেষে তার কাছে থেকে অবৈধ ধারালো ২টি ছুরি উদ্ধার করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, রাজু পালোয়ান একজন চিহ্নিত সন্ত্রাসী তার বিরুদ্ধে আদমদীঘি থানা সহ বিভিন্ন থানায় মোট ১২ টি মামলা রয়েছে। কিছু দিন আগে ডাকাতির প্রস্তুতি কালে সে ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved