আবারও শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তাইওয়ান
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : এক মাসের মধ্যেই আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান। স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যা থেকে দফায় দফায় ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশটি। তাইওয়ানের পূর্ব উপকূলে ৮০টিরও বেশি ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৩। মঙ্গলবার পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও নিউ ইয়র্ক টাইমস। রয়টার্স জানায়, স্থানীয় সময় মঙ্গলবার তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন কাউন্টিতে ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে দ্বীপের আবহাওয়া প্রশাসন। দেশটির আবহাওয়া দপ্তর জানায়, ভূমিকম্পের গভীরতা ছিল ৫.৫ কিলোমিটার (৩.৪ মাইল)। ভূমিকম্পে রাজধানী তাইপেই এর ভবনগুলোও কেঁপে ওঠে। এর আগে চলতি মাসেরই ৩ এপ্রিল শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে তাইওয়ানের পূর্ব উপকূল। এতে অন্তত ১৪ জন মারা যান। ক্ষতি হয় অবকাঠামোর। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে। তাইওয়ানে গত ২৫ বছরের মধ্যে এটি ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।