মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : পিরোজপুরে পূর্বশত্রুতার জেরে সোহাগ শেখ (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সোমবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভৈরমপুর গ্রামে এ ঘটনা ঘটে। পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। সোহাগ শেখ সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভৈরমপুর গ্রামের সিদ্দিক শেখের ছেলে। তিনি শহিদুল নামে একজনকে হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি পক্ষের সঙ্গে সোহাগ শেখ ও তার পরিবারের বিরোধ চলে আসছিল। গত ইউপি নির্বাচনের পর ওই এলাকায় শহিদুল নামে একজন খুন হন। সে মামলায় প্রধান আসামি করা হয় সোহাগ শেখকে। এ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতাবশত এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। সেহাগ শেখের ভাগিনা সামসুর রহমান বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে সোহাগ শেখের বাড়ির কাছের মসজিদের পাশে এলাকার এমাম, সামসুসহ কয়েকজন হঠাৎ সোহাগ শেখকে কুপিয়ে ফেলে রেখে চলে যান। এর আগেও কয়েকবার তাদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। সামসু গত ইউপি নির্বাচনের পর খুন হওয়া শহিদুলের ভাই অন্যরা শহিদুলের আত্মীয়-স্বজন। স্থানীয় ইউপি সদস্য মিজান হাওলাদার বলেন, ঘটনাস্থল থেকে সোহাগকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনার সময় সোহাগের ভাগিনা সামসুর রহমান কাছেই ছিলেন। কারা কুপিয়েছে তা সে দেখেছে। এলাকায় আধিপত্য নিয়ে সোহাগদের সঙ্গে কিছু লোকের শত্রুতা ছিল। শহিদুল হত্যা মামলায় সোহাগকে এক নম্বর আসামি করেছিলেন তারা। এ বিষয়ে পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved