প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৪, ২:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৪, ২:৫৯ অপরাহ্ণ
পাঁচবিবিতে ১ হাজার ৪০ লিটার চোলাই মদসহ ৬জন মাদককারবারী গ্রেফতার
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে আজ মঙ্গলবার সকালে উপজেলার বীরনগর এলাকা থেকে ১ হাজার ৪০ লিটার চোলাই মদসহ ৬ জন মাদককারবারীকে গ্রেফতার করেছে জয়পুরহাট র্যাব-৫ সিপিসি-৩ এর সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো,বিশ্বনাথ সিংহ এর পুত্র শ্রী শ্যামল সিংহ (২৬), শ্রী মহেন্দ্র সিংহ এর পুত্র শ্রী অনিল সিংহ(২৬), মৃত লালমোহন সিংহ এর পুত্র শ্রী গজন সিংহ(৫০), মৃত জন সিংহ এর পুত্র শ্রী ভজন সিংহ (৬৫), মৃত তুফান রবি দাস এর পুত্র বিজয় রবি দাস (২০), মৃত রামেশ্বর সিংহ এর পুত্র শ্রী নিরাকার সিংহ (৪০)। তারা সকলে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বীরনগর সিংহপাড়া গ্রামের বাসিন্দা। আজ মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, শ্যামল সিংহ দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে নিজ বাড়িতে চোলাই মদ উৎপাদন করে- অনিল, গজন, ভজন, নিরাকার এবং বিজয় এর মাধ্যম তাদের গ্রামের যুবকদের নিকট ৫০ ও ১০০ টাকায় ছোট ছোট চোলাই মদের বোতলে বিক্রয় করে আসছিল। র্যাব এমন গোপন সংবাদের ভিত্তিতে শ্যামল সিংহর নিজ বাড়িতে বিপুল পরিমান চোলাই মদ মজুদ অবস্থায় তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রফতারকৃত আসামীদের বিরুদ্ধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী পাাঁচবিবি থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved