মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাঈন উদ্দিন (৩৭) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-২।মঙ্গলবার রাতে তাকে ঢাকা জেলার সাভার থানাধীন হেমায়েতপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র এএসপি শিহাব করিম।তিনি জানান, মাঈন উদ্দিন মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি। ২০০৯ সালের ৮ আগস্ট ৩৫ বোতল ফেনসিডিল ও ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হন। পরবর্তীতে তার বিরুদ্ধে শেরেবাংলানগর থানায় মামলা হয়। মামলায় ৪ মাস ১৩ দিন জেল হাজতে থাকার পর আদালত হতে জামিনে মুক্তি লাভ করে নিয়মিত আদালতে হাজিরা না দিয়ে পলাতক হয়। অন্যদিকে তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে মঈন উদ্দিন পলাতক থাকা অবস্থায় আদালত ও দ্রুতবিচার ট্রাইব্যুনাল মামলাটির বিচারিক কার্যক্রম শেষে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়ার সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন। তিনি সাভারের হেমায়েতপুরে পালিয়ে ছিলেন। গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপি ঢাকার শেরেবাংলানগর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved