মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের কাছে এসে আটকে যায় একটি বাস। পরে পুলিশের হস্তক্ষেপে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থামিয়ে দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে উপজেলার হাতিয়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর বেশ কিছুক্ষণ ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ছিল। দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী যাত্রীবাহী আরপি এক্সপ্রেস পরিবহনের সঙ্গে বঙ্গবন্ধু সেতুগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রেললাইনের কাছে এসে আটকে যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি থামানোর নির্দেশ দেয়। এরপর ট্রেনটি দুর্ঘটনা কবলিত বাসটি থেকে ১০০ মিটার দূরত্বে থেমে যায়। পরে বাসটি সরিয়ে নেওয়ার পর আবার ট্রেন চলাচল শুরু হয়। বাসটিতে ৩৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) টিটু চৌধুরী বলেন, মহাসড়কের হাতিয়া এলাকায় একটি বাস সংঘর্ষের ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের কাছে গিয়ে আটকে যায়। পরে পুলিশ দ্রুত কন্ট্রোল রুম ও রেলওয়ের সঙ্গে যোগাযোগ করে। টাঙ্গাইল স্টেশন থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি থামানো হয়। এতে করে বাসটি ট্রেনের সংঘর্ষের হাত থেকে রক্ষা পায়। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved