প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৭:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২৪, ১০:০৩ অপরাহ্ণ
শেরপুর জেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা শেষে নয়া কমিটি ঘোষণা
শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার ৫ উপজেলায় কর্মরত প্রিন্ট,ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইনে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪এপ্রিল বুধবার দুপুরে জেলার পৌর শহরের উৎসব কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রবীণ সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, এডভোকেট আক্তারুজ্জানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, শেরপুর -১, সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু।
এসময় মোবাইল ফোনের মাধ্যমে সাংবাদিকদের শুভেচ্ছা জানান, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং শেরপুর ২ আসনের এমপি অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী।
জেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি ইউসুফ আলী রবিন এর সঞ্চালনায় এসময় প্রিয় অতিথি ছিলেন,শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান।
বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র আলহাজ্ব মো. গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, জেলা যুব লীগের সভাপতি ও কামারের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
উক্ত মতবিনিময় সভায় শেরপুর প্রেসক্লাবের বিগত কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে দেবাশীষ ভট্টাচার্য (বিটিভি'র জেলা প্রতিনিধি)কে সভাপতি এবং মেরাজ উদ্দিন (ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি)কে সাধারণ সম্পাদক করে ২ বছর মেয়াদী ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
এসময় শেরপুর জেলাব্যাপী প্রিন্ট,ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইনে কর্মরত সর্বস্তরের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved