প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৬:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২৪, ১১:৪৭ পূর্বাহ্ণ
পলাশবাড়ী সাব রেজিস্ট্রার অফিস দালাল মুক্ত করার দাবি
গাইবান্ধাঃ জেলার পলাশবাড়ী সাব রেজিস্ট্রার অফিস দালাল মুক্ত করার দাবি জানিয়েছেন দলিল লেখকসহ সচেতন পলাশবাড়ী বাসী। ২৫ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পলাশবাড়ী ঘোড়াঘাট রোডস্থ সাবরেজিস্টার অফিস অনুসন্ধান করে দেখা যায়,অফিসে দলিল সম্পাদন করতে আসা লোকজনকে নিয়ে টানাহেঁচড়া শুরু করেছে বেশ কয়েকজন দালাল। এ যেন প্রতিদিনের চিত্র। কাজ কর্ম না থাকলেও এসব দালাল চক্র সময় অসময়ে সাব-রেজিস্ট্রার অফিস কেন্দ্রীক হয়ে গেছে। এদের চলাফেরা দেখে মনে হবে এরা নিজেরাই দলিল লেখক। খারিজ-খতিয়ানে সামান্য ভুল, ওয়ারিশদের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব এমন ব্যাক্তিদের টার্গেট করে দালাল চক্র। এরপর দলিল পার করে দেয়ার কথা বলে মোটা অংকের টাকা চুক্তি করে। দলিল সম্পাদন হওয়ার পর টাকার ভাগ বাটোয়ারা নিয়ে শুরু হয় গন্ডগোল। এক পর্যায়ে হাতাহাতি পর্যায় পর্যন্তও চলে যায়। এ ব্যাপারে উপজেলা দলিল লেখক সদস্য শফিকুল ইসলাম রতন বলেন, দালালদের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। এদেরকে ভালোমন্দ কিছু বলা যায় না। দলিল লেখক সমিতির সাবেক সভাপতি আমিনুল ইসলাম রানা বলেন, প্রতিনিয়ত এদের অত্যাচারে আমরা অতিষ্ঠ। অফিসে দলিল সম্পাদন করতে আসা লোকজনকে টানাটানি থেকে শুরু করে টাকা লেনদেন নিয়ে হাতাহাতির ঘটনা ও ঘটে। দলিল লেখক সমিতির আহবায়ক কমিটির আহবায়ক বলেন, অতীতের যে কোন সময়ের তুলনায় সাব-রেজিস্ট্রার অফিসের দালালদের দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে। তাই এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে শীঘ্রই অবগত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সব দালাল চক্রের দৌরাত্ম বন্ধে সচেতন মহল ও সাধারণ মানুষ আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved