প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৭:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২৪, ৫:০২ অপরাহ্ণ
পাঁচবিবির উচনা সীমান্তে ১ কেজি ৬৫০ গ্রাম স্বর্ণসহ গ্রেফতার -১
জয়পুরহাট প্রতিনিধি: সীমান্ত পথে ভারতে পাচারকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উচনা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৬টি স্বর্ণের বারসহ একজন চিহ্নিত চোরাকারবারিকে গ্রেফতার করেছে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন এর হাটখোলা বিজিবি সদস্যরা। গ্রেফারকৃত চোরাকারবারি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের জহির উদ্দিনের পুত্র মিনহাজুল ইসলাম (৪৫)। বুধবার বিকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানায়, জব্দকৃত ১৬টি স্বর্ণের বার এর ওজন ১ কেজি ৬৫০ গ্রাম, যার মূল্য ১ কোটি ৯০ লাখ ৩৮ হাজার ৮২৫ টাকা।
জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া জানান, বুধবার বেলা ১২টার দিকে জয়পুরহাটের পাঁচবিবির উচনা সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা ভারতে স্বর্ণ পাচার করছে এমন গোপন সংবাদের বিত্তিতে বিজিবি অভিযান পরিচালনা করে। এসময় ১৬টি স্বর্ণের বারসহ মিনহাজুল ইসলামকে গ্রেফাতর করা হয়। এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা দায়ের করা হয় বলে বিজিবি সূত্রে জানা যায়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved