প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৪, ২:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২৪, ৭:১৮ অপরাহ্ণ
নোয়াখালীতে দুর্বৃত্ত হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আ.লীগ নেতা বশিরঃ সন্ত্রাসীদের শাস্তির দাবিতে মানববন্ধন
মোহাম্মদ দেলোয়ার হোসেন, নোয়াখালী প্রতিনিধি:
সুবর্ণচর উপজেলার ১নং চরজব্বর ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ নেতা হাজী বশির আহম্মদের ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী ও তার পরিবারের সদস্যরা।
শনিবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় সুবর্ণচর উপজেলা পরিষদ চত্ত্বরে এ কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধনে বক্তরা অভিযোগ করে বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিমের পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় গত ১২ এপ্রিল রাতের অন্ধকারে একদল দুর্বৃত্ত এ হামলা চালায়।
বর্তমানে এ আওয়ামী লীগ নেতা ঢাকার একটি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ সময় বক্তারা অবিলম্বে আওয়ামী লীগ নেতা বশিরের ওপর হামলাকারী ও তাদের পৃষ্ঠপোষকদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি তুলে স্লোগান ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনকে অবগত করেন।
এতে বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার উদ্দিন খেলন, সাধারণ সম্পাদক মো.হানিফ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার, ১নং চরজব্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওমর ফারুক ফারুক প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved