প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৫:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৪, ৯:৪৩ অপরাহ্ণ
জলঢাকা পৌরসভার উপ-নির্বাচনে মেয়র নির্বাচিত হলেন প্রয়াত বাবলু’র ছেলে নাসিব সাদিক হোসেন নোভা
রবিউল ইসলাম রাজ : নীলফামারীর জলঢাকা পৌরসভা উপ-নির্বাচনে নাগরিক সমাজ সমর্থিত জনপ্রিয় সাবেক মেয়র প্রয়াত ইলিয়াস হোসেন বাবলু'র ছেলে নাসিব সাদিক হোসেন নোভা (নারিকেল গাছ প্রতীক) মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি ১২ হাজার ৫৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (রেল ইঞ্জিন) প্রার্থী সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী পেয়েছেন ৮ হাজার ৭৬৭ ভোট। অপর প্রার্থী জামায়াত সমর্থিত প্রার্থী প্রভাষক সাদের হোসেন (মোবাইল) পেয়েছেন ৩ হাজার ৩৫৮ ভোট। ২৮ (এপ্রিল) রোববার জলঢাকা পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসারের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। জলঢাকা পৌরসভা অফিস সূত্র জানা যায়, জলঢাকা পৌরসভার ৯টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩৭ হাজার ১৯১ জন। ৯টি ওয়ার্ডের ১৮টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণের মাধ্যমে প্রাপ্ত এ ফলাফল ঘোষণা করা হয়েছে। সম্প্রতি জনপ্রিয় মেয়র ইলিয়াস হোসেন বাবলু মারা গেলে মেয়র পদ শুন্য হয়। এই শুন্য পদে তারেই ছেলে নাসিব সাদিক হোসেন নোভা নির্বাচিত হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved