মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : হজরত লূত আলাইহিস সালামের জাতি আল্লাহর ইবাদত ছেড়ে শিরক ও কুফরীতে লিপ্ত হয়েছিল। অন্যায়-অনাচার ও নানাবিধ দুষ্কর্ম তাদের মজ্জাগত অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। এমনকি পুংমৈথুন বা সমকামিতার মত নোংরামিতে তারা লিপ্ত হয়েছিল, যা তাদের আগে কোনো জাতির মাঝে দেখা যায়নি। জন্তু-জানোয়ারের থেকেও নিকৃষ্ট ও হঠকারী এই জাতির হেদায়াতের জন্য আল্লাহ লূত আলাইহিস সালামকে প্রেরণ করলেন। হজরত লূত আলাইহি সালাম তাদেরকে আল্লাহর পথে আহ্বান করলেন এবং সব ধরনের পাপ ও গর্হিত কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিলেন। কিন্তু তারা আহ্বানে সাড়া দিলো না। নিজেদের খেয়াল-খুশিমতো পাপাচারে লিপ্ত থাকলো। নবীর সঙ্গে দুর্ব্যবহার করতে লাগলো।
লূত আ.-এর সম্প্রদায় যখন তার আহ্বানে সাড়া না দিয়ে আরও বেশি আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হলো। তখন তিনি এই পাপাচারী সম্প্রদায় থেকে মুক্তি চেয়ে আল্লাহর কাছে দোয়া করলেন—
رَبِّ انۡصُرۡنِیۡ عَلَی الۡقَوۡمِ الۡمُفۡسِدِیۡنَ
উচ্চারণ : রাব্বিং-ছুরনি আলাল ক্বাওমিল মুফছিদিন।
অর্থ : হে আমার রাব্ব! বিপর্যয় সৃষ্টিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাকে সাহায্য করুন। (সূরা আনকাবুত, আয়াত : ৩০)
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved