মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : প্রতিরাতে দুষ্কৃতিকারীরা রাস্তার মোড়ে স্থাপিত সোলার প্যানেল গুলো চুরি করে নিয়ে যাচ্ছে। সোলার প্যানেল চুরির বিষয় নিয়ে জনসাধারনে মাঝে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। কিন্তু থানায় কোন মামলা হয়নি।এর ফলে গ্রামীন জনপদ সন্ধ্যা হলে অন্ধকারাচ্ছন্ন। ২০১৫ সাল হতে কয়েকটি প্রকল্পের মাধ্যমে সরকার সোলারের ব্যবহার বৃদ্ধি করেছিল।জলবায়ু পরিবর্তনের কারনে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশ।ক্ষতির মাত্রা সহনীয় মাত্রায় নিয়ে আসার জন্য এ কাজ শুরু করেছিল সরকার। স্থানীয় সরকারের অর্থায়নে দিনাজপুরের পার্বতীপুর পৌর সভা সহ ১০ টি ইউনিয়নে প্রায় ৩শ টির মত সোলার প্যানেল ও লাইট স্থাপিত হয়েছিল। সোলার প্যানেল, ব্যাটারী,লাইট ও পিলার মুল্য ৫৬ হাজার টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রকৌশলী বলেন চুরি হওয়া সোলার প্যানেল ব্যাটারি দাম হবে ১ কোটি টাকার উপরে।নির্মানকারি ঠিকাদার স্থাপনের পর উপজেলা বাস্তবায়ন কর্মকর্তাকে সব বুঝিয়ে দেন। পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন এগুলো স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানরা দেখাশুনার দায়িত্ব পালন করবে। রামপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান একরামুল হক বলেন চুরি হয়েছে।সংখ্যা গুলো জেনে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে। পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তা চিত্তরন্জন বলেন সোলার প্যানেল চুরির বিষয় কেউ কোন অভিযোগ করে নাই।এ কারনে থানায় কোন মামলা দায়ের হয়নি।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved