হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুর (হিলি) স্থলবন্দর সকল শ্রমিক সংগঠনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। দুনিয়ার মজদুর এক হও ” এই স্লোগানকে সামনে রেখে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামে হিলি স্থলবন্দর এলাকার বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিক এসব কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
বুধবার (১ মে) সকাল সাড়ে আটটায় হিলি স্থলবন্দর এর চারমাথা মোড়ে দিবসটি পালন উপলক্ষ্যে জাতীয় সংগীত, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এর মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর বর্ণাঢ্য র্র্যালী স্থলবন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে স্থলবন্দর এলাকার কুলি শ্রমিক, ইমারত নির্মাণ শ্রমিক, ট্রাক ট্যাংকলরী শ্রমিক (২৪৫) হিলি- বগুড়া-দিনাজপুর (১১৬৭) বাস মালিক সমিতি, স্থলবন্দর ট্রাক ড্রাইভার সমিতি, ইজিবাইক অটো রিকশা ভ্যান চালকসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। র্যালী শেষে হিলি স্থলবন্দর সকল শ্রমিক সংগঠনের পক্ষে মে দিবস উদযাপন কমিটির আহবায়ক মোঃ ইদ্রিস আলী মিঠুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন। এসময় বক্তব্য রাখেন হাকিমপুর (হিলি) পৌর মেয়র ও বাংলাহিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, শ্রমিক নেতা মাহমুদুল চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, শ্রমিক মহিদুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা ১লা মে দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ব্যাপক আলোচনা করেন। প্রধান অতিথি আগামীতে হিলি স্থলবন্দর এলাকার যে কোন সংগঠনের শ্রমিকদের সমস্যা সমাধানে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
সেই সাথে সকল শ্রমিক সংগঠন মিলে একটি সংগঠন তৈরির আহবান জানান তিনি।
এছাড়াও উপজেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোর্শেদ, শ্রমিক নেতা রোস্তম আলী, আব্দুল হাই রানা, শাহেদ মল্লিক বাবু, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি সবিরুল ইসলাম, পৌর শ্রমিক লীগের সভাপতি হামিদুল ইসলাম, ড্রাইভার সমিতির সাধারণ সম্পাদক আনিছুর রহমান, হিলি-বগুড়া বাস মালিক সমিতির সড়ক বিষয়ক সম্পাদক রকি মিয়াসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved