প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৪:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২৪, ১:৪৬ অপরাহ্ণ
ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন
ভূরুঙ্গামারী কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বর্ণিল আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলার শ্রমিক সংগঠনগুলোর কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষ্যে বর্ণিল শোভাযাত্রা, শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও সমাবেশে শ্রমিকদের মানসম্মত মজুরি নির্ধারণ, বিনামূল্যে চিকিৎসা সেবা, ন্যায্য মূল্যে রেশন, বাসস্থানের ব্যবস্থা, মাসিক সম্মানী সহ বয়স্ক শ্রমিকদের ভাতা প্রদানের দাবি জানানো হয়। শ্রমিক সংগঠনগুলোর দাবি দেশের উন্নয়নে শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে জীবনমান উন্নয়নে তারা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নে সরকারকে অবিলম্বে জরুরি পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানানো হয়। ভূরুঙ্গামারী উপজেলা শ্রমিকলীগ, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন, উত্তর ধরলা মোটর শ্রমিক ইউনিয়ন, ট্রাক, ট্যাংক-লরি, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন, অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি, লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন, হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন, নির্মাণ শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved