হিলি( দিনাজপুর) প্রতিনিধি: আন্তর্জাতিক মে দিবস (শ্রমিক দিবস) উপলক্ষে এক দিন সরকারি ছুটির পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়েছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্ট যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে। আজ বৃহস্পতিবার (২রা মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত। তিনি জানান, গতকাল আন্তর্জাতিক মে দিবসে সরকারি ছুটি হওয়ায় দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ ছিল । তবে আজ বৃহস্পতিবার সকাল থেকে আবারো যথারীতি নিয়মে আমদানি-রপ্তানি চালু হবে। দেশের বৃহত্তম স্থলবন্দরের বেসরকারি প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেড অভ্যন্তরে লোড আনলোড সহ যাবতীয় কার্যক্রম চালু রয়েছে বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক তিনি আরো বলেন আজ ২রা মে সরকারি ছুটি শেষে বন্দরের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলছে । এদিকে হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল ইসলাম জানান পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved