আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
টিকিট চাওয়াকে কেন্দ্র করে বগুড়ার আদমদীঘির সান্তাহার জংশন স্টেশনে টিকিট চাওয়ায় টিটিই ও গার্ডসহ চার জনকে মারপিটে আহত করেছে সেনা সদস্যরা। বৃহস্পতিবার ৫টার দিকে সান্তাহার স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন ঘটনাটি ঘটে। এ ঘটনার পর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ট্রেনটি ছেড়ে যায়।
জানা গেছে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টায় ফুলবাড়ি স্টেশনে পৌঁছে। এসময় ওই ট্রেনের শিতাতপ নিয়ন্ত্রিত (এসি) 'গ' বগিতে থাকা সেনা সদস্য আল আমিনসহ বেশ কয়েকজনের কাছে ওই ট্রেনের দায়িত্বরত টিটিই রাসেল হোসেন টিকিট চাইলে তারা টিকেট দেখাতে ব্যর্থ হয়। সেখানে একপর্যায়ে ওই টিটিইর সাথে তাদের হট্টগোল বাঁধলে ট্রেনে থাকা অ্যাটেনডেন্ট আব্দুল মালেক, গার্ড আবদুস সাত্তার বিষয়টি সমাধানের জন্য এগিয়ে আসেন। এরপর ট্রেনটি সান্তাহার স্টেশনে পৌঁছলে ওই ট্রেনের বিভিন্ন বগিতে ছুটি থেকে কর্মস্থলে যাত্রা করা ১৫-২০জন সেনা সদস্য একত্রিত হয়ে ওই ট্রেনের গার্ড, টিটিই ও অ্যাটেনডেন্টসহ ৪-৫ জনকে কিল, ঘুষি ও চেয়ার দিয়ে মারপিট করে আহত করেন।খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে।
সান্তাহার রেলওয়ে থানার উপ- পরিদর্শর নরেন জানান, খবর পেয়ে আহত ট্রেনের কর্মকর্তাদের উদ্ধার কর হয়। পরে তাদের নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সান্তাহার স্টেশন মাস্টার হাবিবুর রহমান হাবিব জানান, অভিযুক্ত সেনা সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার জন্য প্রস্তুতি নিচ্ছি। রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহা ব্যবস্থাপক অসীম কুমার তালুকদারের নির্দেশে ট্রেনটি ছেড়ে দেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved