মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : রাঙামাটির কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনের সুইচ ইয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার (৫ মে) সকালে এই দুর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও বৈদ্যুতিক ট্রান্সফরমার ক্ষয়ক্ষতি হয়েছে। কাপ্তাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহাদাৎ হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। কারণ তখন বেশ ঝড় হচ্ছিল। কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের বলেন, আজ সকালে বজ্রপাত ও ঝড়বৃষ্টি হওয়ার সময় হঠাৎ বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। পরে বিদ্যুৎকেন্দ্র হতে লাইন চালু করলে সাবস্টেশনের সুইচ ইয়ার্ডে একটি ট্রান্সফরমারে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে কাপ্তাই ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি ট্রান্সফরমারে বড় ধরনের ক্ষতি হয়নি। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহও স্বাভাবিক আছে। এই অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নিরূপণের জন্য তদন্ত কমিটি গঠন করার জন্য কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যেই ওই কমিটি গঠন ও কাজ শুরু করবে। তাদের প্রতিবেদন হাতে পেলে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারব।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved