মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহিদুল্লাহ কলাভবনের সামনে বিদ্যুতের ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৫ মে) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায়, দুপুর ১টার দিকে হঠাৎ করে শহিদুল্লাহ কলাভবনের সামনের ট্রান্সফরমারে ধোঁয়া ও কিছুক্ষণ পর আগুন দেখা যায়। ঘটনাস্থলে উপস্থিত রাবি সায়েন্স ক্লাবের সভাপতি এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মাসুদ বলেন, দূর থেকে ধোঁয়া দেখে এলাম। ততক্ষণে ফায়ার সার্ভিসও চলে এসেছে এবং পানি দেওয়া শুরু করে। ট্রান্সফরমারে আগুন লাগলে সাধারণত পানি দিতে হয় না। কার্বন ডাই-অক্সাইড বা ড্রাই পাউডার জাতীয় অগ্নিনির্বাপক ব্যবহার করা হয়। ভালো করে খেয়াল করে দেখলাম ট্রান্সফরমারের উপরের অংশে তারে আগুন জ্বলছে। আগুনের রেঞ্জ কম থাকায় পানিই ফোর্স হিসেবে কাজ করে নিভিয়ে দিয়েছে আগুন। যদিও এক্ষেত্রে এত দ্রুত ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে আনতে পারায় তারা প্রশংসার দাবিদার অবশ্যই। তিনি আরও বলেন, একজন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র হিসেবে আমার মতামত হচ্ছে বিদ্যুৎ বা ক্যামিকেলের আগুন সাধারণ আগুন নয়। সরাসরি পানি ব্যবহারে হিতে বিপরীত হতে পারে। সঠিক অগ্নিনির্বাপক ম্যাটেরিয়াল ব্যবহার করা উচিত এক্ষেত্রে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কেন্দ্রের পরিচালক মো. মাসুদ রানা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আগুন লাগার খবর শুনে আমরা দ্রুত সেখানে যাই। আমাদের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আসে। সম্ভবত বৈদ্যুতিক কোনো ত্রুটির কারণে আগুন লাগতে পারে বলে আমরা ধারণা করছি।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved