মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীন সরকারি ও বেসরকারি নার্সিং কলেজগুলোর ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক নার্সিং, ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক পাবলিক হেলথ নার্সিং ও ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক মিডওয়াইফারি কোর্সে ভর্তি আবেদন শুরু হচ্ছে ৭ মে (মঙ্গলবার)। পরবর্তী সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৪ মে। সোমবার (৬ মে) বাংলাদেশ সরকার নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের উপসচিব মুহাম্মদ শাখীর আহম্মদ চৌধুরীর সই করা এক ভর্তি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি নার্সিং কলেজসমূহের ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক নার্সিং, ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক পাবলিক হেলথ নার্সিং ও ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক মিডওয়াইফারি কোর্সে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির নিমিত্ত অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। আবেদন করার লিংক, নিয়মাবলি ও এতদসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইট এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ওয়েবসাইটে পাওয়া যাবে। আগ্রহী প্রার্থীদের বর্ণিত ওয়েবসাইটে প্রদত্ত ভর্তি নির্দেশনা অনুসরণ পূর্বক আবেদন ফরম পূরণ করতে হবে। অনলাইন আবেদন ও ভর্তি পরীক্ষার সূচি
> অনলাইন আবেদন শুরুর তারিখ - ৭ মে সকাল ৯টা হতে।
অনলাইন আবেদনের শেষ তারিখ- ১৮ মে রাত ১১.৫৯টা পর্যন্ত।
প্রবেশপত্র ডাউনলোডের তারিখ- ২১ মে হতে ২৩ মে রাত ১১.৫৯টা পর্যন্ত।
ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও বিষয়- ২৪ মে (শুক্রবার) সকাল ১০টা হতে বেলা ১১টা পর্যন্ত। ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীর ক্ষেত্রে ৭ মে যাদের সরকারি চাকরির মেয়াদ দুই বছর পূর্ণ হয়েছে, তারাই ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।
আবেদন করতে এখানে ক্লিক করুন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved