প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ১০:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২৪, ১১:৪৫ পূর্বাহ্ণ
পাঁচবিবিতে কম্বাইন্ড হারভেস্টার মেশিন পেলেন ৩ জন কৃষক
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: কৃষকদের আধুনিক পদ্ধতিতে দ্রুত ও সহজভাবে ধান, গম, ভুট্টা,সরিষা এসব ফসল কর্তন ও মাড়াইয়ের জন্য জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ৩ জন কৃষকের নিকট তুলে দেয়া হলো হারভেস্টার মেশিন। কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে গত সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিককরণ প্রকল্পের আওতায় উপজেলার আওলাই ইউনিয়নের আবুল বাসেত ও ইসমাইল এবং কুসুম্বা ইউনিয়নে জাহিদ হাসান মন্ডলকে হারভেস্টার মেশিন দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৩২ লাখ টাকা মূল্যের হারভেস্টার মেশিন ৫০% ভূর্তকী মূল্যে ১৬ লক্ষ ৫৩ হাজার টাকা দিয়ে মেশিন ও চাবি হস্তান্তর করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ লুৎফর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান,অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাজেস গুপ্ত ও উপজেলা উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved