মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে খেলতে যাচ্ছে আফ্রিকার দেশ উগান্ডা। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বে শক্তিশালী জিম্বাবুয়েকে পেছনে ফেলে বৈশ্বিক টুর্নামেন্টটির টিকিট নিশ্চিত করেছিল তারা। এবার আসন্ন বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে আইসিসির সহযোগী সদস্য এই দেশটি। ব্রায়ান মাসাবার নেতৃত্বে যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যেরস্কোয়াড ঘোষণা করেছে আফ্রিকান দেশটি। স্কোয়াডে চমক ৪৩ বছর বয়সী স্পিন অলরাউন্ডার ফ্রাঙ্ক এনসুবুগার অন্তর্ভুক্তি। সব ঠিকঠাক থাকলে আসন্ন বিশ্বকাপে তিনিই হতে যাচ্ছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা সবচেয়ে বেশি বয়স্ক খেলোয়াড়। এতদিন পর্যন্ত ওমানের মোহাম্মদ নাদিম ও নাসিম খুশিই ছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়। তারা ৪১ বছর বয়সে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে যেন ‘সারপ্রাইজ প্যাকেজ’ ছিল আফ্রিকার দেশ উগান্ডা। আফ্রিকান অঞ্চলের বাছাইয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছিল নামিবিয়া। তাদের সঙ্গে দ্বিতীয় দল হিসেবে যোগ দেয় উগান্ডা। বিশ্বকাপ বাছাইয়ে ৬ ম্যাচের পাঁচটিতেই জিতেছে উগান্ডা। তাদের চমক জাগানিয়া পারফরম্যান্সে বিশ্বকাপের স্বপ্নভঙ্গ হয় জিম্বাবুয়ের। বিশ্বকাপে গ্রুপ 'সি'তে তাদের প্রতিপক্ষ হিসেবে আছে আফগানিস্তান, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি এবং ওয়েস্ট ইন্ডিজ। গায়ানায় ৪ জুন প্রথম ম্যাচে তারা আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে উগান্ডার স্কোয়াড
ব্রায়ান মাসাবা (অধিনায়ক), রিয়াজাত আলি শাহ (সহঅধিনায়ক), কেনেথ ওয়াইসওয়া, দিনেশ নাকরানি, ফ্রাঙ্ক এনসুবুগা, রোনাক প্যাটেল, রোগার মুকাসা, কসমাস কিওয়াতা, বিলাল হাসুন, ফ্রেড আচেলাম, রবিনসন ওবুয়া, সিমন সেসাজি, হেনরি সেসেন্দো, আল্পেশ রামজানি ও জুমা মিয়াজি।
রিজার্ভ: রোনাল্ড লুটায়া ইনোসেন্ট এমওয়েবাজে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved