হিলি( দিনাজপুর) প্রতিনিধিঃ আগামী ৮মে বুধবার ৬ষ্ঠ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। তারই প্রস্তুতি হিসেবে ৩৬ টি ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সামগ্রী । হাকিমপুর উপজেলায় অবাধ,নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহন সম্পুর্ণ করতে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম। আজ ৭ মে সকালে উপজেলা নির্বাচন অফিস থেকে হাকিমপুর উপজেলার ৩৬ টি ভোট কেন্দ্রের ব্যালট পেপার, ব্যালট বক্সসহ প্রয়োজনীয় নির্বাচনী পাঠানো হচ্ছে। নির্বাচনে হাকিমপুর উপজেলার কেন্দ্রগুলোর মধ্যে অধিকাংশ কেন্দ্র গুলো ঝুঁকি মুক্ত। রিটানিং অফিসার কামরুল ইসলাম বলেন ব্যালট বক্সসহ প্রয়োজনীয় সামগ্রী স্ব স্ব কেন্দ্রের প্রিজাইডিং এর কাছে হস্তান্তর করা হচ্ছে। সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার শিমুল সরকার জানান, হাকিমপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮০ হাজার ৩ শত ৬৭ জন এর মধ্যে পুরুষ ভোটার ৪০ হাজার ২৩ জন এবং ২জন তৃতীয় লিঙ্গের সহ মোট নারী ভোটার ৪০ হাজার ৩ শত ৪৪ জন। নির্বাচন হবে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য হাকিমপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ পুলিশের পাশাপাশি বিজিবি , সহ বিভিন্ন স্তরের নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে নির্বাচনে ব্যালট পেপার,ব্যালট বক্সসহ প্রয়োজনীয় সামগ্রী স্ব স্ব কেন্দ্রের প্রিজাইডিং এর কাছে হস্তান্তর করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved