মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : কুড়িগ্রামের ফুলবাড়ীতে পাগলা কুকুরের কামড়ে আহত হাসান আলী (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ মে) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসান আলী উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা এলাকার জাইদুল হকের ছেলে। সে উপজেলার কুটিবাড়ী মর্ডান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। নিহতের প্রতিবেশী দাদি স্বপ্না বেগম জানান, গত ২০ এপ্রিল উপজেলার পানিমাছকুটি গ্রামে ভারতীয় সীমান্ত এলাকা থেকে আসা একটি পাগলা কুকুরের কামড়ে ১০ জন আহত হয়। এর মধ্যে সেও ছিল। এরপর তাকে স্থানীয়ভাবে কবিরাজি ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা করান তার পরিবার। এতে হাসান আলীর অবস্থার অবনতি হলে সোমবার সকালে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে সে মারা যায়। নিহত শিক্ষার্থীর সহপাঠী মাসুদ পারভেজ বলেন, হাসান আলী খুবই মেধাবী ছাত্র ছিল। সঠিক চিকিৎসার অভাবে সে মারা গেল। এ ব্যাপারে কুটিবাড়ী মর্ডান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজগার আলী বলেন, হাসান আলী আমাদের বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। সে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল। তার এমন মৃত্যু সত্যিই কষ্টকর।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved