মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলিতে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে মুলাডুলি স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে এই ঘটনা। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় ট্রেন উদ্ধাররের পর সকাল সোয়া ৮টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। ট্রেন লাইনচ্যুতির বিষয়টি নিশ্চিত করে পশ্চিমাঞ্চল পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদ জানান, নীলফামারীর বুড়িমারি থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন বুড়িমারি এক্সপ্রেস। পথে রাত ৩টার দিকে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে পৌঁছার পর যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তিনি আরও জানান, ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থল গিয়ে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে। ট্রেন চলাচল শুরু হতে বেশকিছুটা সময় লাগবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved