মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ভারত থেকে চোরাই পথে শুল্ক ফাঁকি দিয়ে ৪৩৩ ভরি রুপার অলংকার ঢাকায় পাচার করার সময় মীর হালিম হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১০ মে) বিকেল পৌনে ৫ টার দিকে সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হওয়া মীর হালিম হোসেন সাতক্ষীরা জেলার কলারোয়া থানার মির্জাপুর গ্রামের মীর হাসেম আলীর ছেলে। ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর হযরত আলীর চায়ের দোকানের সামনে ফরিদপুর থেকে দৌলতদিয়া ঘাটগামী কবির ডিলাক্স নামে একটি বাস তল্লাশি করে মীর হালিম হোসেনকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি করে মোট ২৩৭টি রুপার নূপুর জব্দ করা হয়। যার ওজন ৪৩৩ ভরি ১২ আনা ৩ রতি ৯ পয়েন্ট। আনুমানিক বাজার মূল্য ৬ লাখ ৯৪ হাজার টাকা। বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, হালিম ভারত থেকে চোরাই পথে শুল্ক ফাঁকি দিয়ে চারটি পার্স ব্যাগের মাধ্যমে প্রায় ৪৪৪ ভরি ওজনের রুপার অলংকার ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক ও রুপার অলংকার জব্দ করা হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved