মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : চলমান আইপিএলে বল হাতে দুর্দান্ত ছিলেন মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে এবারের আসরে ৯ ম্যাচ খেলে ১৪ উইকেট শিকার করেন টাইগার এই পেসার। জাতীয় দলের খেলা থাকায় আসরের মাঝপথেই টুর্নামেন্ট ছেড়েছেন। এবার আইপিএল থেকে ফিরে গতকাল প্রথমবার বাংলাদেশের জার্সিতে মাঠে নেমেছিলেন মুস্তাফিজ। দলের জয়ে বড় অবদান রেখে হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়। চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে গতকাল ৪ ওভার বোলিং করে দিয়েছেন ১৫টি ডট। ডটের সঙ্গে নিয়েছেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। ম্যাচ শেষে ব্রডকাস্টার চ্যানেলকে মুস্তাফিজ জানালেন সবসময় এভাবেই দলে অবদান রাখতে চান। মুস্তাফিজ বলেন, 'আমি সবসময় দেশের জন্য ভালো খেলতে চেয়েছি। আমি যেখানেই খেলি সেটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হোক কিংবা জাতীয় দল- আমার লক্ষ্য ভালো ক্রিকেট খেলা। জাতীয় দল তো সবার আগে। উইকেট কিছুটা স্লো ছিল। সত্যি বলতে আমার পরিকল্পনা বাস্তবায়ন করতে এটা আমাকে সাহায্য করেছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved