মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মানসিক ভারসাম্যহীন পঞ্চাশোর্ধ এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) রাত পৌনে ১০টায় উপজেলার কলাবাড়ী ভান্ডারি বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। প্রথমে ওই নারীর পরিচয় না পাওয়া গেলে শুক্রবার (আজ) দুপুরে সিআইডির ক্রাইমসিন ইউনিট এসে হাতের ছাপ নিয়ে ওই নারীরপরিচয় সনাক্ত করেন। মানসিক ভারসাম্যহীন ওই নারীর নাম তুলি বেগম। তিনি বগুড়ার শাহজাহানপুর উপজেলার রাণীরহাট এলাকার মন্ডলপাড়া গ্রামের আহম্মদ আলীর মেয়ে। পুলিশ জানায়, স্থানীয় ইউপি সদস্য ও এলাকার লোকজনের সাথে কথা বলে জানা গেছে নিহত তুলি বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি প্রায়ই বস্তা-ব্যাগ নিয়ে হাট-বাজার ও বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়াতেন। তার নাম ঠিকানা কেউই জানতো না। অন্যের থেকে খাবার চেয়ে খেতেন। গত বৃহস্পতিবার রাতে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি মারা যান। এতে হাত পা ভেঙে, মাথার মগজ, পেটের নারী-ভুড়ি বের হয়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। লাশ উদ্ধারের পর মৃতের মুখ থেতলে যাওয়ায় ওই সময় পরিচয় সনাক্ত করা যাচ্ছিল না। পরে সিআইডির ক্রাইমসিন ইউনিট এসে হাতের ছাপ নিয়ে ওই নারীর পরিচয় সনাক্ত করেন। এ ঘটনায় ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, আমরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। সিআইডির ক্রাইমসিন ইউনিট এসে তার পরিচয় শনাক্ত করেছে। মৃতের পিতার বাড়ির এলাকার এক ইউপি চেয়ারম্যানের সাথে কথা হয়েছে। তারা আসলে লাশ হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটির কোন সন্ধান মেলেনি। তবে এ বিষয়ে সড়ক আইনে একটি মামলা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved