খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: "২ সপ্তাহ ধরে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ ওটি-আল্ট্রা, সেবাবঞ্চিত রোগীরা" শিরোনামে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় সচল হল অপারেশন থিয়েটার (ওটি)। এতে স্বস্তিতে রোগী ও গর্ভবতী মায়েরা।
জানা যায়, গত ১৮ এপ্রিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্বে ডাঃ মোঃ হামদুল্লাহ যোগদানের পর অত্যাধুনিক ভবন, সরঞ্জামসহ অপারেশন থিয়েটার (ওটি) ও চিকিৎসক থাকলেও কোন কারণ ছাড়াই গত ২৩ মে থেকে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার (ওটি) ও আল্ট্রা বন্ধ থাকায় সেবাবঞ্চিত হয় সাধারণ রোগীরা।
গত ৯ মে এই কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বের আদেশ বাতিল হওয়ার পরে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শামসুদ্দোহা মুকুল। তিনি দায়িত্ব নেওয়ার পরে রবিবার (১২ মে) দুইজন গর্ভবতী মায়ের সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পুনরায় ওটি সচল হয়।
এই সফল অস্ত্রোপচারে দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী কনসালটেন্ট ডা. হাসিনা বানু ও এনেস্থিসিয়া কনসালটেন্ট ডা. রিজওয়ানুল কবিরসহ সংশ্লিষ্টরা
ডিএসফ কার্ডধারী মনিরা (২০) খাতুন নামে এক প্রসূতি মা বলেন, হাসপাতালে ওটি বন্ধ থাকায় দুশ্চিন্তায় ছিলাম কেননা বাইরের প্রাইভেট হাসপাতালে এই অপারেশন করালে অনেক টাকা খরচ হয় ও বাড়তি টেনশন থাকে। কিন্তু জানতে পারি আজ থেকে ওটি সচল হয়েছে তাই নিশ্চিতে হাসপাতালে ওটি করাইলাম। এখন মা ও নবজাতক দুজনে সুস্থ আছি।
এবিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. শামসু্দ্দোহা মুকুল বলেন, অপারেশন থিয়েটার (ওটি) সচল রাখতে আমরা আন্তরিক। তাই সমস্যাগুলো সমাধান করে ওটি পুনরায় চালু করা হয়েছে। সেই সাথে এটি সচল রাখতে ও আধুনিক যন্ত্রপাতি চেয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে লিখিত ভাবে অবগত করা হয়েছে। উল্লেখ্য, গত ২৭ এপ্রিল এই ওটি বন্ধের বিষয়ে পত্রিকায় নিউজ প্রকাশিত হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved