প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৩:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৪, ৫:৩২ অপরাহ্ণ
দিনাজপুর শিক্ষা বোর্ডে বেড়েছে পাসের হার ও জিপিএ – ৫
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় এবার বেড়েছে পাসের হার ও জিপিএ - ৫ এর সংখ্যা।
দিনাজপুর শিক্ষা বোর্ডে রংপুর বিভাগের আটটি জেলায় এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৮ দশমিক ৪৩ শতাংশ।।জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ১৪৫ জন।
দিনাজপুর শিক্ষা বোর্ড সুএে জানাযায় রংপুর বিভাগে এবার এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৮ দশমিক ৪৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ১৪৫ জন। গত বছরের তুলনায় বেড়েছে পাসের হার ও জিপিএ - ৫ এর সংখ্যা। গত বছর পাশের হার ছিল ৭৬ দশমিক ৮৭ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছিল ১৭ হাজার ৪১০ জন।
আজ রোববার দুপুরে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মীর সাজ্জাদ আলী স্বাক্ষরিত ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের আটটি জেলার এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লাখ ৪ শত ৪৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৯৮ হাজার ১৮৪ জন। আর পাস করেছে ১ লাখ ৫৫ হাজার ৪৩৫ জন। রংপুর বিভাগের ৮ জেলার মধ্যে এ বছর ২ হাজার ৭৩৯ টি বিদ্যালয় অংশগ্রহণ করেছে। এরমধ্যে ৭৭ টি স্কুলের শিক্ষার্থী শতভাগ পাস করেছে। তবে কেউ পাস করেনি এমন স্কুলের সংখ্যা চার টি। তবে পাশের হারের সাথে সাথে এ বছর জিপিএ ৫ এর প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মীর সাজ্জাদ আলী জানান এ বছর গত বছরের তুলনায় পাশের হার ও জিপিএ ৫ এর সংখ্যা বেড়েছে । তবে আমাদের আরোও ভাল ফলাফল প্রত্যাশা ছিল । কিছু ছাত্র ছাত্রী গনিত ও ইংরেজি বিষয়ে ফলাফল ভাল করতে পারেনি । আমাদের শিক্ষকদেরকে বিষয় ভিত্তিক প্রশিক্ষনের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে । কারন প্রশিক্ষনের বিকল্প নেই । এ বছর যে সকল বিদ্যালয়ের পাশের হার শুন্যের কোঠায় তাদের বিরুদ্ধে মন্ত্রানালয়ে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved