মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : এক কথায় অসাধারণ, অবিশ্বাস্য। এ যেন নিজের ছাই থেকেই ফিনিক্স পাখির পুনরুত্থান। টুর্নামেন্টে প্রথম ৮ ম্যাচে বিরাট কোহলি-ফাফ ডু প্লেসিদের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জয় পেয়েছিল মোটে ১ ম্যাচে। কিন্তু এরপরেই বেঙ্গালুরু দেখালো অবিশ্বাস্য প্রত্যাবর্তন। পরের ৫ ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে কোহলিরা। প্লে-অফের স্বপ্নটাও বাঁচিয়ে রেখেছে ভালোভাবেই। লিগ পর্বে বিরাট কোহলিদের সামনে এখন আর একটা ম্যাচই বাকি। সেটাও বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। আসরের প্রথম ম্যাচে এই দুই দলই মুখোমুখি হয়েছিল। তাতে মুস্তাফিজের চার উইকেটের সুবাদে সহজ এক জয় তুলে নিয়েছিল চেন্নাই। কিন্তু সেই ম্যাচ ছিল চেন্নাইয়ের এম চিদাম্বারামে। এবারের ম্যাচ বেঙ্গালুরুর মাঠ চিন্নাস্বামীতে। ঘরের মাঠে বিপুল সমর্থন নিয়ে প্লে-অফের শেষ স্বপ্ন বাঁচিয়ে রাখতে চেন্নাইয়ের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচে ঠিক কোন ব্যবধানে জয় দরকার সেই ব্যবধানও এরইমাঝে জানা হয়ে গিয়েছে কোহলিদের। চেন্নাইয়ের বিপক্ষে আগে ব্যাট করতে নামলে অন্তত ১৮ রানের ব্যবধানে জয় দরকার তাদের। আর পরে ব্যাট করলে রানতাড়া করতে হবে ১৮.১ ওভারের মধ্যে। অর্থাৎ ১১ বল বাকি থাকতে। এই দুই শর্তেই কেবল চেন্নাইকে টপকে মৌসুমে প্রথমবারের মতো শীর্ষ চারে চলে যাবে কোহলিরা। যদিও পয়েন্ট থাকবে দুদলেরই ১৪। তবে কোহলিরা এগিয়ে যাবে নেট রান রেটের সুবাদে। তবে এখানে ১৪ পয়েন্ট নিশ্চিত করলেও আছে হিসেবের মারপ্যাঁচ। বেঙ্গালুরুকে তাকিয়ে থাকতে হবে লখনৌর দিকে। লখনৌর কাছে দিল্লিকে হারতে হবে অথবা লখনৌকে বাকি দু’টি ম্যাচই হারতে হবে। আবার গুজরাট টাইটান্সকেও বাকি দুই ম্যাচের একটি হারতে হবে। তা হলে ১৪ পয়েন্ট নিয়েও নেট রেটের বিচারে শেষ চারে যেতে পারেন ফাফ ডুপ্লেসিরা।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved