হিলি প্রতিনিধি; দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা ও মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সন্মুখ সমর পরিদর্শন করেছেন ঢাকার মিরপুরের ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের প্রশিণার্থীরা।
আজ সোমবার দুপুরে মিরপুরের ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মামুনুর রশিদের (অঋডঈ,ঘউঈ,চঝঈ) নেতৃত্বে সেনা, নৌ, বিমান বাহিনীর সমন্বয়ে ৭২ সদস্যের একটি প্রশিণার্থী দল হিলি সীমান্তে আসলে দিনাজপুর বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আশগর,জয়পুরহাট-২০ বিজিবি অধিনায়ক লে.কর্নেল রফিকুল ইসলাম তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে তারা বিজিবির হিলি আইসিপি ক্যাম্পে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় হিলি সীমান্ত এলাকায় যে ভয়াবহ সন্মুখ যুদ্ধ হয়েছিল সেসময়কার ইতিহাস ও যুদ্ধকালীন সময় সম্পর্কে ধারণা নেন। এসময় সেখানে মুক্তিযোদ্ধা লিয়াকত আলি, শামসুল ইসলাম, আবুল কালাম তাদের মুক্তিযুদ্ধের ইতিহাস ও যুদ্ধকালীন সময়ের ধারণা দেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved