মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : দিনাজপুরের খানসামা উপজেলায় অগ্নিকান্ডের ঘটনায় দরিদ্র ৩ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ৩টি থাকার ঘর, ৪টি রান্নাঘর, ৪টি গোয়ালঘর ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এ অগ্নিকান্ডের ঘটনাটি গতকাল ১২ মে রবিবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের কায়েমপুর গ্রামের সরিষাপাড়ায় ঘটেছে। আগুনে মোতালেব হোসেন, মোকলেছুর রহমান ও গোলাম রব্বানীর ৩টি থাকার ঘর, ৪টি রান্নাঘর, ৪টি গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়। এসব পরিবারের নগদ টাকা, আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল ও খাদ্যসামগ্রী পুড়ে ভস্মীভূত হয়ে যায়। দরিদ্র এসব পরিবার শেষ সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। প্রতিবেশী আসাদুজ্জামান আসাদ জানান, হঠাৎ চিৎকার শুনে ঘটনাস্থলে এসে দেখি বাড়িগুলোতে দাউদাউ করে আগুন জ্বলছে। বাড়িগুলো ঘন হওয়ার কারণে নিমিষেই আগুন সব ঘরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খানসামা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ভুক্তভোগী পরিবারের দাবি আগুনে অন্তত ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক জানান, এসব পরিবার হতদরিদ্র। আগুনে পরিবারগুলোর সব পুড়ে গিয়ে নিঃস্ব হয়ে গেছে। পড়নের কাপড় ছাড়া দরিদ্র পরিবারগুলোর কিছুই অবশিষ্ট নেই। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজ উদ্দিন বলেন, তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে শুকনো খাবারসহ অন্যান্য ত্রাণসামগ্রী প্রদান করা হয়েছে। নিয়মানুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সহায়তার আওতায় আনা হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved