প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৫:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৪, ৪:০৮ অপরাহ্ণ
ফুলবাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে ফুটো হল বাংলাদেশীর ঘরের চাল, এক রাউন্ড গুলি উদ্ধার
ফুলবাড়ী ( কুড়িগ্রাম ) প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নাগরীকের রান্না ঘরের চাল ফুটো হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ধুলারকুটি সীমান্তের ৯৩১ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশে।
এ ঘটনায় সোমবার (১৩ মে) সন্ধ্যা ৬টায় ওই সীমান্তে বিজিবি- বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সীমান্তবাসী প্রত্যক্ষদর্শী শাহালম, আব্দুল কুদ্দুস জানান, কেটে নেয়া ধান গাছের অবশিষ্ট খড় সংগ্রহের জন্য রবিবার ১২ মে বিকাল সাড়ে পাঁচটার দিকে কয়েকজন সীমান্তবাসী নারী ভারতীয় নোম্যান্সল্যান্ডে যান। এসময় ভারতীয় নারায়নগঞ্জ ক্যাম্পের টহলরত এক বিএসএফ সদস্য তাদের ধাওয়া করে। খড় সংগ্রহে যাওয়া নারীরা দৌড়ে বাংলাদেশের ভূখন্ডে প্রবেশ করলে ওই বিএসএফ সদস্যও তাদের পিছু নিয়ে প্রায় ৩০ গজ বাংলাদেশের ভিতরে প্রবেশ করে। এক পর্যায়ে রাইফেল উঁচিয়ে ওই নারীদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি বর্ষণ করে দ্রুত ভারতের ভিতরে চলে যায় বিএসএফ সদস্য। সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে সীমান্ত ঘেষা নুর আলম বাচ্চুর বাড়ীর রান্না ঘরের চাল ফুটো হয়ে মেঝেতে ছিটকে পড়ে। গুলির শব্দে আশপাশের এলাকা প্রকম্পিত হলে সীমান্তবাসীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকে। পরে নুর আলম বাচ্চুর পুত্রবধু শাকিলা আক্তার ইতি রান্না ঘরের মেঝে থেকে এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করেন।
খবর পেয়ে রাত ১১ টার দিকে পাশ্ববর্তী গোরকমন্ডল ক্যাম্পের বিজিবির সদস্যরা ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত গুলি জব্দ করে ক্যাম্পে নিয়ে যান।
নুর আলম বাচ্চু জানান, ওই সময় আমার পুত্রবধূ রান্না ঘরেই ছিল। ভাগ্যিস গুলিটা তাকে লাগেনি। মাঝে মধ্যেই ভারতীয় বিএসএফ এভাবে বাংলাদেশে ঢুকে নিরীহ গ্রামবাসী উপর অত্যাচার চালায়। আমরা সব সময় বিএসএফ আতঙ্কে থাকি। এ রকম অনাকাঙ্ক্ষিত গুলি বর্ষণের ঘটনার তদন্তসহ কড়া প্রতিবাদ হওয়া উচিত।
এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আসিফ জানান, এ ঘটনায় আজ সোমবার (১৩ মে) সন্ধ্যা ছয়টায় ওই সীমান্তে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিজিবি'র পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধীন শিমুলবাড়ী কোম্পানী কমান্ডার সুবেদার নরেশ চন্দ্র এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ৯০ বিএসএফ ব্যাটলিয়নের নারায়নগঞ্জ কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর রমন সিং। বৈঠকে সীমান্তে বিনা উস্কানিতে গুলি বর্ষণের কারণ জানতে চেয়ে বিজিবি কড়া প্রতিবাদ জানালে বিএসএফ সীমান্তের সিসি টিভির ফুটেজ পর্যালোচনা পুর্বক আগামীকাল মঙ্গলবার আবারও পতাকা বৈঠকের মাধ্যমে গুলি বর্ষণের কারণ জানাতে চেয়েছে। সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved