এএফএম মমতাজুর রহমান
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
সোমবার (৮মে) বেলা ১২টায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার এল এস ডিতে চলতি ইরি-বোরো মৌসুমের অভ্যন্তরীন ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। অভ্যন্তরীন ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার সান্তাহার সি.এস.ডির ব্যবস্থ’াপক হারুনুর রশিদ, আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে.এম গোলাম রব্বানি, সান্তাহার এল এস ডি এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর ইসলাম, সান্তাহার চাল-কল মালিক সমিতির সভাপতি ও নাহিদ এন্ড ব্রাদাস চাল-কলের স্বাতাধিকারি আলহাজ্ব আহমেদ আলী স্বপন, আরিফ চাল-কলের স্বতাধিকারি রেজাউল করিম বাচ্চু ও মুসফিক চাল কলের মালিক ব্যবসায়ী মতিউর রহমান স্বপন প্রমুখ।
আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে.এম গোলাম রব্বানি জানায়, এবার চলতি ইরি-বোরো মৌসুমে ৪৪ টাকা কেজি দরে ১১ হাজার ৯ শত ২৯ মেটি: টন চাল আর ৩০ টাকা কেজি দরে ৯ শত ৩৮ মেটি: টন ধান সংগ্রহ করা হবে। চুক্তিবদ্ধ মিলারের সংখ্যা ৬৪ জন। ০৭ মে থেকে শুরু হয়ে আগামী ৩১ অগাষ্ট/২৩ ইং পর্যন্ত ধান-চাল সংগ্রহ অভিযান চলবে। প্রথম দিন (৮মে) সোমবার সান্তাহার চাল-কল মালিক সমিতির সভাপতি ও নাহিদ এন্ড ব্রাদাস চাল-কলের স্বতাধিকারি আলহাজ্ব আহমেদ আলী স্বপন ৪০ টন চাল প্রদান করেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved