প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৫:১১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ণ
‘সমাজে পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে সরকারের নেওয়া প্রতিটি কর্মকাণ্ড অত্যন্ত প্রশংসনীয়।’ নাটালিয়া কানেম
গাইবান্ধাঃ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে গাইবান্ধা সদর উপজেলা তুলশীঘাটের হেলিপ্যাডে এসে পৌঁছান সেক্রেটারি জেনারেল ও ইউনাইটেড নেশন ফান্ড ফর পপুলেশন এ্যাকটিভিটিজ (ইউএনএফপিএ) এর নির্বাহী পরিচালক ডা. নাটালিয়া কানেম বলেছেন , ‘সমাজে পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে সরকারের নেওয়া প্রতিটি কর্মকাণ্ড অত্যন্ত প্রশংসনীয় । এসময় রংপুর স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. এবিএম আবু হানিফ, পুলিশ সুপার মো. কামাল হোসেন, জেলা প্রশাসনের পক্ষে এনডিসি জুয়েল মিয়া তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর সড়ক পথে ডা. নাটালিয়া কানেম গোবিন্দগঞ্জ উপজেলার শাপমারা ইউনিয়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাঁওতাল কমিউনিটির জনগণের জীবনমান উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। দুপুরে গাইবান্ধা সদর থানায় স্থাপিত নারী, শিশু ও প্রতিবন্ধী সহায়তা কেন্দ্রে’র কার্যক্রম পরিদর্শন করেন তিনি। পরে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের প্রধান কার্যালয়ে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় করেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved