মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জে পরপুরুষের সঙ্গে রাত কাটানোর অভিযোগ এনে ছকিনা বেগম নামের এক গৃহবধূকে প্রতিপক্ষরা বিদ্যুৎ পোলের সাথে বেঁধে মাথার চুল কেটে দিয়েছে। বাড়ী থেকে তাড়ানোর ষড়যন্ত্র করে ব্যর্থ হয়ে তার প্রতিবেশী প্রতিপক্ষরা এ ঘটনা ঘটনায়। এ ঘটনায় ওই গৃহবধূ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। থানায় দায়ের করা এজাহারে জানা গেছে, উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের রাখাল বুরুজ পচারিয়া দক্ষিণপাড়া গ্রামের ছকিনা বেগম (৩৫) নামের ওই নির্যাতিতা গৃহবধূ বাক-প্রতিবন্ধী স্বামীর সাথে ঢাকায় থাকতেন। অসুস্থতার কারণে ৩ সপ্তাহ ধরে তারা সপরিবারে গ্রামের বাড়ীতে আসেন। পারিবারিক কারণে প্রতিপক্ষরা তাকে বাড়ী থেকে তাড়ানোর উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে নানা ষড়যন্ত্র করে আসছিল। এর ধারাবাহিকতায় গত রবিবার (১২ মে) রাতে সুযোগ বুঝে কৌশলে একই গ্রামের মৃত জামাল উদ্দীনের পুত্র মোনারুল ইসলাম ঘরে ঢুকে খাটের নিচে লুকিয়ে থাকে। এরপর সে ঘরে ঢুকলে মোনারুল তার কাপড় টানা হেচাড়া করে বিবস্ত্র করে এবং তার শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে তার শ্লীলতাহানি ঘটায়। পরিকল্পনা অনুযায়ী প্রতিপক্ষের লোকজন এগিয়ে এলে মোনারুল পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে ছকিনা তাকে ঝাপটে ধরলে পরিকল্পনা অনুযায়ী মোনারুলকে ওই লোকজন ছিনিয়ে নিয়ে যায়। এরপর প্রতিপক্ষের লোকজন পরপুরুষ ঘরে ঢোকানোর অপবাদ দিয়ে ছকিনাকে একটি বিদ্যুৎ পোলের সাথে বেঁধে মারপিট করে আহত করে এবং তার মাথার চুল কেটে দেয়। পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ছকিনাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ ঘটনায় মোনারুলসহ ৭ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ বলেন, খবর পেয়ে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করেছে। থানায় একটি মামলা দয়ের হয়েছে। অভিযান চালিয়ে আলিমের স্ত্রী চামেলী বেগম (৪০), ছাত্তার আলী, শাহজাহান আলীকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved