হিলি( দিনাজপুর) প্রতিনিধি: দেশীয় কাঁচা মরিচের সরবরাহ কমে যাওয়ায় গত চার দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কেজিতে ৮০ টাকা বাড়ল কাঁচা মরিচের দাম। নিত্যপণ্যটির দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতা সাধারণ। ১৬ মে বৃহস্পতিবার বাংলা হিলি বাজার ঘুরে দেখা যায়, কাঁচা মরিচ ৩৫/৪০ টাকা কেজি দরে বিক্রি হলে ও আজ তা কেজিতে ৮০ টাকা বেড়ে ১১০/১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হিলি বাজারে কাঁচামরিচের ক্রেতা মোবারক হোসেন বলেন, গেলো শনিবার কাঁচামরিচ ৪০ টাকা কেজি দরে কিনেছি। সেই কাঁচা মরিচ আজকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম বেশি হওয়ায় ৬০ টাকা দিয়ে আধা কেজি কিনেছি। সবজি বিক্রেতা সোহেল বলেন, টানা কয়েক সপ্তাহ জুড়ে তীব্র তাপদাহ গেলো, ক্ষেতের অনেক মরিচ গাছ মরে গেছে। বাজারে দাম কম থাকার কারনে কৃষক মরিচ গাছ থেকে তুলেনি এতে গাছে ফলন কমে গেছে এখন তো কাঁচা মরিচের উৎপাদন কমে যাচ্ছে। কারণ কাঁচা মরিচের মওসুম শেষের দিকে চলে আসছে। তাই কৃষকেরা কাঁচা মরিচগুলো শুকিয়ে শুকনা মরিচ তৈরি করায় বাজারে সরবরাহ কমে গেছে। একারণে জয়পুরহাট, আক্কেলপুর, পাঁচবিবি ও বিরামপুর সহ বিভিন্ন স্থানের মোকামগুলোতে দাম বেশি। আমরা কম দামে কিনতে পারলে কম দামেই বিক্রি করি। তিনি আরও জানান, আজ সকালে আমি পাঁচবিবি বাজার থেকে কাঁচা মরিচ ১০০ টাকা কেজি দরে কিনে ১১০ টাকা কেজি দরে বিক্রি করছি। আর লাল কালার মরিচ ৫০ টাকা কেজি। প্রতি মনে প্রায় দুই কেজির মতো মরিচ নষ্ট পাওয়া যায়। হিলি স্থল বন্দরের আমদানি কারকের প্রতিনিধি মাহবুব হোসেন বলেন এখন পর্যন্ত কাঁচা মরিচ আমদানির কোন আপডেট নেই।ভারতে প্রতি কেজি ৮০ টাকা কেনা দেখা যাক বাজার কতদিন এই অবস্থায় থাকে। গেলো বছর ২৬ শে জুন দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে কাঁচা মরিচের আমদানি শুরুর অনুমতি দেয় সরকার। ওই দিন পাঁচটি ট্রাকে করে ২৭ হাজার ১৬৬ কেজি কাঁচা মরিচ ভারত থেকে দেশে আসে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved