প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১০:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৮, ২০২৪, ২:১৯ অপরাহ্ণ
সুবর্ণচরে অবৈধ পাওয়ার ট্রিলারের ছড়াছড়িঃ ফের শিশুর মৃত্যু
নোয়াখালী প্রতিনিধিঃ সুবর্ণচর উপজেলায় অবৈধ পাওয়ার ট্রিলার, ট্র্যাক্টর, ট্রলির ছড়াছড়ি বিঘ্ন জনজীবন। অবৈধ পাওয়ার টিলারে চাপায় আজও এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই লাইসেন্সহীন, অদক্ষ চালক পলাতক। নিহত মো.রিফাত (৬) উপজেলার চর জুবলি ইউনিয়নের পূর্ব চরজব্বর গ্রামের রেজোয়ানুর রহমানের ছেলে। সে স্থানীয় পূর্ব চরজব্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। শনিবার (১৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে ২নং চরবাটা ইউনিয়নের সেন্টার বাজারের পশ্চিম পাশে বাঁধের হাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউছার আলম ভূঁইয়া। স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, উপজেলার বাঁধের হাট এলাকা থেকে মাটি নিয়ে যাচ্ছিলো অবৈধ পাওয়ার টিলার । এ সময় রাস্তায় শিশুটি চলন্ত পাওয়ার টিলারে উঠতে চেষ্টা করে। ওই সময় পাওয়ার টিলারের নিচে শিশুটি চাপা পড়ে যায়। ভিকটিমের মাথা থেতলে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে। ওসি কাউছার আলম ভূঁইয়া আরও বলেন,নিহতের পরিবার এখনো কোনো অভিযোগ করেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পাওয়ার ট্রিলারটি জব্দ করে। পরবর্তীতে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved