কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় বাংলায় গ্রামীন সঞ্চয় ও ঋন সংগঠন (ভিএসএলএ) সদস্যদের অন্তর্ভূক্তিমূলক সেবা নিশ্চিতকরণে উপজেলা পর্যায়ে ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
জাগোনারী প্রদৃপ্ত প্রকল্পের আয়োজনে ও কেয়ার বাংলাদেশের সহযোগীতায় সোমবার সকাল ১০ টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান (সিআইপি) মিলনায়তনে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া কৃষি ব্যাংকের ব্যাবস্থাপক এস এম শাহজাহান সিরাজ।
লালুয়া ইউপি চেয়ারম্যান শওগত হোসেন তপন বিশ্বাসের সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রদৃপ্ত প্রকল্প ব্যবস্থাপক শ্যামল রায়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেয়ার বাংলাদেশ’র টেকনিক্যাল কো অর্ডিনেটর শাবাহ্ শবনম। বক্তব্য রাখেন পূবালী ব্যাংকের ব্যাবস্থাপক সাকিবুর রহমান প্রমুখ।
সভায় আলোচকরা বাংলাদেশ ব্যাংকের পরিপত্র অনুযায়ী ক্ষুদ্র নারী উদ্যেক্তাদের স্বল্প সুদে ঋন প্রদানের বিষয়টি সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সামনে তুলে ধরেন এবং তাদের ক্ষুদ্র ঋন প্রদান করে কর্মক্ষেত্রে স্বাবলম্বী করার সুযোগ সৃষ্টির আহবান জানান।
সভায় কলাপাড়া উপজেলায় কর্মরত ১২টি ব্যাংকের ব্যবস্থাপক/ প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান ও বাংলায় গ্রামীন সঞ্চয় ও ঋন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved