প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৫:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৪, ১০:২৩ অপরাহ্ণ
পলাশবাড়ীতে রাত পেরুলেই নির্বাচন
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ রাত পেরুলেই গাইবান্ধা উপজেলা পরিষদ নির্বাচন। অথচ খুব একটা আগ্রহ নেই ভোটারদের। এর কারণ হিসেবে অনেকেই বলছেন, পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে সময় কৃষকদের প্রধান কৃষি নির্ভর ধানের কাটামারি। আকাশের বৈরি আবহায় এই মেঘ এই বৃষ্টি তাই কৃষকরা ধান ঘরে তোলা নিয়েই ব্যাস্ত। এবারে নির্বাচনটি ধান কাটা মৌসুমে হওয়ায় সাধারণ ভোটারদের প্রচার প্রচারনায় অংশগ্রহণ ও উৎসব ছিল কিছুটা কম।
অন্যদিকে জামায়াত বিএনপি নেই ভোটের মাঠে। তারা ভোট বর্জনের জন্য লিফলেট বিতারেণ করছেন। সাধারন ভোটার ভোট প্রয়োগে অনিহা প্রকাশ করছেন। প্রার্থীরা যেটুকু ভোটার উপস্থিত করাইতে পারবেন সেই টুকুই ভোট প্রয়য়োগ হবে বলে তৃন্নমুল ভোটার তাদের অভিমত ব্যাক্ত করছেন।
শেষ দিনে চেয়ারম্যান প্রার্থীরা নিজেদের লোকজনের সাথে সলা-পরামর্শ সহ রাখছেন নিজ নিজ এজেন্টদের সাথে যোগাযোগ, দিচ্ছেন দিক-নির্দেশনা।
আগামী কালকের নির্বাচন হবে শুধুমাত্র সরকার দলীয় এক তরফা ভোট।
পৌর এলাকার নুরপুর বাসিন্দাআল আমিন বলেন, আগামীকাল যে নির্বাচন, সেটা দেখে কে বুঝবে? উপজেলা চেয়ারম্যান যেই নিবাচিত হবে সেই সরকার দলীয়। উপজেলা নির্বাচনে ৬ প্রার্থীর মধ্যে উপজেলা আঃলীগ সভাপতি সাধারণ সম্পাদক জেলা আঃলীগের নেতাসহ ৫ জন। ফলে ভোটারদের মধ্যে তেমন কোন আগ্রহ নেই বলে তিনি জানান সাধারন ভোটাররা।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved