ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির পরিত্যাক্ত জায়গায় মাননীয় জেলা প্রশাসক দিনাজপুর এর নির্দেশক্রমে বড়পুকুরিয়া সোলার প্রকল্পের উন্নয়নের জন্য এক উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বিকেল ৩টায় বড়পুকুরিয়া স্কুল এন্ড কলেজ মাঠে হামিদপুর ইউপি চেয়ারম্যান মোঃ রেজওয়ানুল হক এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলার নির্বাহী অফিসার ফাতেমা খাতুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পার্বতীপুর পৌরসভার সুযোগ্য মেয়র মোঃ আমজাদ হোসেন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বড়পুকুরিয়া ২০০ মেগাওয়ার্ড সোলার প্যানেলের প্রকল্প পরিচালক ইফতেখার আহম্মেদ, পার্বতীপুর থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়। এছাড়াও উপস্থিত ছিলেন, পার্কার বাংলাদেশ লিঃ এর জেনারেল ম্যানেজার মোঃ মুকুল হোসেন প্রমুখ।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সুমিতোমো কপোরেশনের এডভাইজার রাশেদুল হাসান। তিনি তার বক্তব্যে বলেন, নবায়ন যোগ্য জ্বালানীর উপরে সরকার জোর দিয়েছেন। যেহেতু দেশে জ্বালানী সংকট বিরাজ করছে সেক্ষেত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা দেশরতœ মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্পটি বাস্তবায়নে জোর দিয়েছেন। এতে এই এলাকার উন্নয়ন শুধু নয়, সারা দেশের উন্নয়ন হবে এবং প্রকল্পটি বাস্তবায়ন হলে এই এলাকার আত্মসামাজিক উন্নয়ন ও বেকারত্ব কমবে। এছাড়া স্থানীয় প্রকল্প অফিসের সকল কর্মকর্তা কর্মচারী স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved