প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৪:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ণ
পলাশবাড়ী উপজেলা পরিষদের নির্বাচনের প্রাপ্ত ফলাফল
গাইবান্ধাঃ জেলার পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় বারেরমত বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যান হলেন আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ এবং ভাইস-চেয়ারম্যান আবু ফরহাদ মন্ডল ও দ্বিতীয় বারেরমত মহিলা ভাইস-চেয়ারম্যান হয়েছেন মোছা. আনোয়ারা বেগম। ২১ মে মঙ্গলবার উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।উপজেলার ৮৩ ভোট কেন্দ্রে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল ৮টা থেকে বিরতিহীন বিকেল ৪টা পর্যন্ত ভোট কেন্দ্র সমূহে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরিষদের চেয়ারম্যান ৬ জন, ভাইস-চেয়ারম্যান ৩ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান ৪ জনসহ মোট প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সংখ্যা ছিল ১৩ জন। এ রিপোর্ট লেখা কালীন সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান উপজেলা পরিষদ হলরুমে রাত সাড়ে ৯টায় সর্বশেষ সরকারি প্রাপ্ত ফলাফল ঘোষণা করেন। এনির্বাচনী ফলাফলে আলহাজ্ব একেএমে মোকছেদ চৌধুরী বিদ্যুৎ মোটর সাইকেল প্রতীকে ১৯ হাজার ৫’শ ৯৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী তৌহিদুল ইসলাম মন্ডল পেয়েছেন ১৮ হাজার ৭৪ ভোট। ভাইস চেয়ারম্যান পদে আবু ফরহাদ মন্ডল তালা প্রতীকে ২৪ হাজার ৩’শ ৬ ভোট পেয়ে ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে আনোয়ারা বেগম ২১ হাজার ৯’শ ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে এ উপজেলায় মোট ভোটের ৩০.১৫% ভোট প্রয়োগ করা হয়েছে। উপজেলার পলাশবাড়ী পৌরসভা ছাড়াও উপজেলার ৮টি ইউনিয়নে ৮৩ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৩ হাজার ২০৯ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৯২ হাজার ৯ এবং মহিলা ১ লাখ ১৪ হাজার ২ জন ও হিজরা ১ জন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved