প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ১০:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২৪, ২:০৯ অপরাহ্ণ
গাইবান্ধার তিন উপজেলায় চেয়ারম্যান হলেন
গাইবান্ধাঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গাইবান্ধা সদর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে শুরু হয়ে টানা বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ চলে। এর প্রাথমিক বেসকারি ফলাফলে গাইবান্ধা সদর উপজেলায় দোয়াত-কলম প্রতীকে আমিনুর জামান রিংকু ৫৪ হাজার ৭৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ-পিরিচ প্রতীকে ইস্তেকুর রহমান সরকার পেয়েছেন ৪৮ হাজর ৯৪৪ ভোট। এছাড়া পলাশবাড়ী উপজেলায় মোটরসাইকেল প্রতীকে একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ ১৯ হাজার ৫৯৫ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত-কলম প্রতীকে তৌহিদুল ইসলাম পেয়েছেন ১৮ হাজার ৭৪ ভোট। অপরদিকে, গোবিন্দগঞ্জ উপজেলায় আনারস প্রতীকে শাকিল আকন্দ বুলবুল ৯১ হাজার ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকে আব্দুল লতিফ প্রধান পেয়েছেন ৮২ হাজার ৪৫ ভোট। এ বিষয়ে গাইবান্ধা রির্টানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদ বলেন, আবাধ সুষ্ঠু ও শান্তির্পণূ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved