কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় বঙ্গোপসাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় একটি নামবিহীন ট্রলারসহ ১৩ জেলেকে আটক করেছে কুয়াকাটা নৌ পুলিশ।
বৃহস্পতিবার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের পূর্ব দিকের গভীর সমুদ্র থেকে কুয়াকাটা নৌ পুলিশের টহল দলের তাদের আটক করে। এসময় জেলেরা তাদের ধরা মাছ নৌ পুলিশের সামনেই সাগরে ফেলে দেয়।
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, ২০ মে থেকে সমুদ্রে ৬৫ দিন মাছ শিকারের সরকারি নিষেধাজ্ঞা শুরুর পর থেকে তারা সাগরে টহল জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১০ টার দিকে সাগরে অভিযান চালিয়ে ১৩ জেলেকে আটক করেন। জব্দ করেন জাল ও ট্রলার। আটক জেলেরা কলাপাড়ার বিভিন্ন গ্রামের। তাদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved