প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৫, ২০২৪, ১২:১৫ অপরাহ্ণ
পাঁচবিবিতে অজ্ঞাত দুর্বৃত্তের হামলায় বিদ্যালয়ের আসবাবপত্র ভাঙচুর
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় অবস্থিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বাগজানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে অজ্ঞাত দুর্বৃত্তের হামলায় বিভিন্ন আসবাবপত্র ভাঙ্গচুর করা হয়েছে। জানা যায়,গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানে অর্ধ-বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার লক্ষে গত বুধবার শিক্ষক কর্মচারী শ্রেণী কক্ষে শিক্ষার্থীদের (রোল-নং) সীট বসিয়ে প্রতিষ্ঠানটি তালাবদ্ধ করা হয়। পরদিন বৃহস্পতিবার যথারীতি সকাল ৯’টায় বিদ্যালয়ে শিক্ষক কর্মচারি এসে দেখতে পায় প্রধান শিক্ষকের রুম বরাবর সিমেন্টের টিন,ল্যাবরেটরি রুমের জানালার গ্লাস ভাঙ্গা,বারান্দায় রাখা প্লাসটিকের ঝুড়ি ভেঙ্গে ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে। এছাড়াও লোহার রড বা শাবল দিয়ে বিদ্যালয়ের বিভিন্ন স্থান ভেঙ্গে ক্ষতি সাধন করা হয়েছে। শিক্ষক ও কর্মচারীরা আরো জানায়, বিদ্যালয়ে শিক্ষার্থীরা আসার সময় ও ছুটির সময় রাস্তায় বহিরাগত ছেলেরা মেয়েদের উত্তক্ত করে। এমনকি প্রতিষ্ঠানের ওয়ালে শিক্ষক- শিক্ষার্থীদের নামে কুরুচি পূর্ন মন্তব্য লেখে।
প্রধান শিক্ষক এমদাদুল হক জানান, বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি,অভিভাবক ও সুধীজনদের অবহিত করে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে থানা পুলিশ জানান, সরেজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved