এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলায় আগুনে পুড়ে ছাই হয়েছে ভ্যানচালক মজিবর ইসলামের স্বপ্ন।
হৃদয়বিদারক এই ঘটনা মঙ্গলবার (৯ মে) রাত ১০দিকে উপজেলার বোর্ডেরহাট এলাকার মাস্টার পাড়া ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১ টার দিকে ভ্যানচালক মজিবর ইসলামের গোয়াল ঘরে আগুন দেখতে পেয়ে পরিবারের লোকজনের চিৎকারে মানুষজন এগিয়ে আসার আগেই নিমিষেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে তাঁর পুরো বাড়ি, ৩টা গরু, ২টি ছাগল, ৯০ মণ রসুন ও নগদ টাকা সহ কয়েক লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে যায়। খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা খবর পেয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন।
কয়েলের আগুন থেকে নিমিষেই পাটখড়ি ও বিদ্যূতের মাধ্যমে আগুন ছড়িয়ে পড়ায় ক্ষয়ক্ষতি বেশী হয়েছে বলে ধারনা।
নিজের শেষ সম্বল হারিয়ে বাকরুদ্ধ ভ্যানচালক মজিবর আবেগাপ্লুত কন্ঠে বলেন, পরিহিত পোষাক ছাড়া কিছুই রক্ষা করতে পারি নাই। কি হবে আমার?
বিষয়টি নিশ্চিত করে খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী বলেন, ধারণা করা হচ্ছে কয়েলের আগুনে এই ঘটনা ঘটেছে। ভ্যানচালক এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সকল বিত্তবানদের আহ্বান জানাচ্ছি।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved