মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র্যাব-৯ এর অভিযানে ইয়াবা, বিদেশী মদ ও পিস্তলসহ বাংলাদেশী বংশোদ্ভূত যুক্তরাজ্যের এক নাগরিক গ্রেপ্তার হয়েছে। আটকৃতের নাম দেলোয়ার হোসেন (৪০)। সে বাংলাদেশী বংশোদ্ভূত যুক্তরাজ্য নাগরিক।
সোমবার (২৭ মে) দুপুরে শ্রীমঙ্গলস্থ র্যাব-৯ কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে র্যাব সদর দপ্তরের লিগেল এন্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। ঘটনাস্থল থেকে অন্যান্য অপরাধীরা পালিয়ে যায়। এসময় আটককৃত দেলোয়র হোসেনের কাছ থেকে একটি ২ রাউন্ড গুলিসহ পিস্তল, ৪ হাজার ৪০০ পিস ইয়াবা ও বিদেশী ৪ বোতল মদ উদ্ধার করা হয়। আটক দেলোয়ার হোসেন ছদ্ম নাম আলী হোসেন পরিচয় দিয়ে মাদক সেবন ও বিক্রয় করে আসছিল। র্যাব আরও জানায়, আটককৃত দেলোয়ার হোসেন দীর্ঘদিন যাবৎ মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত রয়েছে। ব্রিটিস নাগরিক হলেও এক পর্যায়ে সে বাংলাদেশী এনআইডি বানিয়ে নিয়েছে। তার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে তদন্ত করলে আরো বিস্তারিক জানা যাবে। প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ব্যাব-৯ পরিচালক উইং কমান্ডার মো. মোমিনুল হক, শ্রীমঙ্গল ব্যাব-৯ কোম্পানি কমান্ডার মেজর আব্দুল মুকিত নাফিজ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved