জিল্লুর রয়েল, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১০ মে) দুপুরে নন্দীগ্রাম এলএসডিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন।
সেসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাজেদুল ইসলাম, নন্দীগ্রাম এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, নন্দীগ্রাম উপজেলা চাল কল মালিক সমিতির সভাপতি বদরুদ্দোজা আল-তৌফিক ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন প্রমুখ।
এবার নন্দীগ্রাম উপজেলায় ৩০ টাকা কেজি দরে ১৪৫০ মেট্রিক টণ বোরো ধান ও ৪৪ টাকা কেজি দরে ২৭৫৩ মেট্রিক টণ চাল ক্রয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved